যশোরের বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন….!
মোঃ আবুল বাসার (জীবন) (ষ্টাফ রিপোর্টার)
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে যশোর সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার কথা থাকলেও বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।
উদ্বোধনী ভাষনে জেলা প্রশাসক বলেন স্কুল পর্যায়ে ছাত্র ছাত্রীদের জাতীয় সঙ্গীত এবং ডিসপ্লে প্রদর্শনী অনেক নৈপুন্যতা দেখিয়েছে। একশ বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হিসেবে জেলা পর্যায়েও এমন নৈপূণ্য দেখাতে হবে। তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীদের মেধা ও মননের সার্বিক বিকাশে পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিষ্ঠানের সভাপতি ও ঈগল পরিবহণের সত্বাধিকারী অশোক রঞ্জন কাপুড়িয়া অপু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, নিতা কোম্পানী লিঃ এর কর্মকর্তা ডাঃ জামিল আহমেদ, অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুঃ মকছেদ আলী খান, প্রাক্তন সহকারী শিক্ষক মোঃ আঃ ওহাব গাজী, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. শেখ শামসুজ্জোহা (চান্নু), অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান খান, সিঙ্গিয়া আদর্শ কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান খান, স্থানীয় ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন মোল্যা প্রমুখ। এছাড়া বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই কামরুজ্জামান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুন-অর-রশিদ, ইউনিয়ন পরিষদের সদস্য শওকত জাহান (সুপ্ত), ইমরান হোসেন (মিলন), সংরক্ষিত মহিলা সদস্য রোকেয়া সিদ্দিকা রিতাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। ক্রীড়া নৈপুণ্য প্রদর্শণীর সার্বিক দায়িত্ব পালন করেন ক্রীড়া শিক্ষক বাবু দীপংকর মল্লিক।