কুয়াদায় দীপ্ত ভার্মি কম্পোস্ট খামার পরিদর্শন করেন যশোর জেলা প্রশিক্ষণ অফিসার সুশান্ত কুমা
নাসির উদ্দিন নয়ন যশোরঃ
যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদায় স্থানীয় কৃষক ও গনমাধ্যম কর্মীদের উপস্থিতিতে দীপ্ত ভার্মি কম্পোস্ট খামার পরিদর্শন করা হয়েছে। সোমবার জামজামী গ্রামে অবস্থিত দীপ্ত ভার্মি কম্পোস্ট খামার পরিদর্শন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের জেলা প্রশিক্ষন অফিসার সুশান্ত কুমার তরফদার। এসময় উপস্থিত ছিলেন, হর্টিকালচার সেন্টার যশোরের উপ-পরিচালক দীপংকর দাস, ইপিওসি প্রকল্পের মনিটরিং অফিসার হীরক কুমার সরকার, ধান, গম, পাট উৎপাদন প্রকল্পের মনিটরিং অফিসার আবুল হাসান, ভোজগাতী ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার অচিন্ত্য কুমার ভৌমিক, সাংবাদিক প্রভাষক রমজান আলী, সাংবাদিক নাসির উদ্দিন নয়ন শামিম হোসেন, আকবর আলী, আমির হামজা জেকো, দীপ্ত ভার্মি কম্পোস্ট খামারের ব্যবস্থাপক সুলতানুজ্জামান তিতু প্রমুখ। পরিদর্শনকালে প্রধান অতিথি জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুশান্ত কুমার তরফদার বলেন, দীপ্ত ভার্মি কম্পোস্ট খামারে পাঁচটি সেডে মাসে প্রায় ৬০/৬৫ টন ভার্মি কম্পোস্ট সার উৎপাদন হচ্ছে। এখানে ৩০/৩৫ জন লোকের কর্মসংস্থান হয়েছে। খামারের উৎপাদিত সার স্থানীয় কৃষকের চাহিদা পূরণ করে বান্দরবান জেলার নাইখ্যংছড়ি উপজেলায় দীপ্ত এগ্রো স্টেটের বিশাল গার্ডেনের চাহিদা পুরন সহ স্থানীয় পর্যায়ের চাষিদের সরবরাহ করা হচ্ছে। দীপ্ত ভার্মি কম্পোস্ট সারের প্রকল্পটি দীপ্ত এগ্রো বিডি লিমিটেড এর একটি প্রতিষ্ঠান। দেশের অন্যান্য
জেলাতেও সরবরাহ করা হচ্ছে। সারের মূল্য, ব্যবহার পদ্ধতি, ব্যবহার পরবর্তী উপকারিতা এবং প্রযুক্তিগত কোন সমস্যা আছে কিনা সে বিষয়ে সার্বিক পর্যালোচনা ও খোজখবর নেয়। দীপ্ত ভার্মি কম্পোস্ট খামারের উদ্যোগটি খুবই মহৎ উদ্যোগ এবং কৃষকের আর্থিক খরচ কমানো পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে এবং এটি কর্মসংস্থান সৃষ্টি করছে। আমি খামারের উত্তরোত্তর অগ্রগতি আশা করি।