প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সাতক্ষীরায় আগমন
মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
নিজের কত স্মৃতি বিজড়িত সেই সাতক্ষীরা সরকারি কলেজ, পরিদর্শন করলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় আবেগে আপ্লুত হয়ে তিনি কলেজ চত্বর ঘুরে দেখেন। স্মৃতিচারণা করেন তাঁর কলেজ জীবনের ঘটনাগুলোর।
এর আগে আজ মঙ্গলবার (২১ মার্চ) বেলা সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সাতক্ষীরা সার্কিট হাউসে এসে পৌঁছান। এ সময় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এরপর প্রধান বিচারপতি সাতক্ষীরা সরকারি কলেজে এসে পৌছান। এ সময় তাঁকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তাঁকে মানপত্র দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ হাসান হাদী।
প্রধান বিচারপতি সাতক্ষীরা সরকারি কলেজের ১৯৭৫-৭৬ ব্যাচের ছাত্র ছিলেন। এখান থেকেই তিনি আইএসসি (বর্তমানে উচ্চ মাধ্যমিক) পাস করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসান ফয়েজ সিদ্দিকীর কলেজশিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, তাঁর সহপাঠী কুমিরা বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ দাসসহ কলেজটির শিক্ষক-শিক্ষিকারা।
প্রধান বিচারপতি এক সংক্ষিপ্ত সফরে সাতক্ষীরায় এসেছেন। বিকেল সাড়ে ৩টায় তিনি সাতক্ষীরা জজকোর্টে ‘ন্যায় কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি তামিম হোসেন সোহাগ, এপিপি হুমায়ুন কবির অতিরিক্ত পিপি ফাহিমুল হক কিসলুসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।