সাতক্ষীরা আশাশুনিতে বিশ্ব পানি দিবস পালনে বর্ণাঢ্য র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরা আশাশুনিতে বিশ্ব পানি দিবস পালনে বর্ণাঢ্য র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২শে মার্চ বুধবার সকাল ১১টায় আশাশুনি ব্র্যাক ওয়াশ কর্মসূচির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র্যা লী বের করে উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পানি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান।
উপজেলা যুব উন্নয় অফিসার এসএম আজিজুল হকের সভাপতিত্বে, ব্র্যাক ওয়াশ কর্মসূচির কর্মসুচি সংগঠক মোঃ তাজাম্মুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা পানি কমিটির সাধারন সম্পাদক ও জাতীয় মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব রফিকুল ইসলাম মোল্যা, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, আশাশুনি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনম আলমগীর কবীর, মডেল প্রাথমিক প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল, এরিয়া ম্যানেজার, আশাশুনি রিপোটার্স ক্লাবের সহসভাপতি এমএম সাহেব আলী, ব্র্যাক ওয়াশ কর্মসূচির কর্মী চানক্য সরকার, মইনুল ইসলাম, বিপ্রদাশ বাউলিয়া, পংঙ্কজ সানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।