ভোলাহাটে পুকুরে উল্টে ৫ জন আহত।
মোঃ শাহাদাত হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ময়ামারী মোড় হয়ে ফলিমারী রাস্তার কামার গাঁ নামক স্থানে বরই ও পিয়ারা ভর্তি ট্রাক পুকুরে পড়ে সম্পন্ন উল্টে যায়।
এলাকার জনসূত্রে জানা গেছে, শুক্রবার ইফতারের পর ট্রাকটি কানসাট থেকে ছেড়ে এসে ফতেপুর নামক এলাকায় বরই ও পেয়ারা ভর্তি করে ময়ামারি আসার পথে কামার গাঁ গ্রামে আসলে ট্রাকটির চাকা বসে পাশের পুকুরে উল্টে যায়।
স্থানীয় লোকজন জানায় মাটি নরম হওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে এবং তারা আরও বলেন কিছুদিন আগে এ রাস্তায় বৃষ্টির পানি আশায় গর্ত হয়ে গিয়েছিল তাই নতুন মাটি ফেলা হয়েছে। এজন্যই মাটি নরম হয়েছিল।
উক্ত ট্রাকটিতে ছিলেন উপজেলার দূর্গাপুর গ্রামের উনু আলীর ছেলে সাকিল,ইসলামের ছেলে সুজন,আবুল কালেমের ছেলে আলম, হোসেনের ছেলে রহিম, শিবগঞ্জ উপজেলার কানসাট(মিলকিমোড়) শরিফের ছেলে শিউলি।
ভোলাহাট ফায়ার সার্ভিসে ফোন দেওয়া মাত্রই তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উক্ত কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ড.মো: আসাদ জানান, ৫ জন চিকিৎসার জন্য আসলে ৩ জনকে আধুনিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাকী ২ জনের হাতে ও পায়ে আঘাত পাওয়ায় তাদের এক্সরে করে বিবেচনা করে ভর্তি বা ছেড়ে দেওয়া হবে ।