রাজনগরে সততার দৃষ্টান্ত স্হাপন করলেন জগন্নাথ নাইডু
মোস্তফা বকস্, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগরে সততার দৃষ্টান্ত স্হাপন করলেন জগন্নাথ নাইডু। তিনি রাজনগর পোরর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের দপ্তরি তিনি দির্ঘদিন যাবত বিদ্যালয়ে কাজ করতেছেন। বিগত ১৬ মার্চ সন্ধা আনুমানিক ৭ ঘটিকার সময় রাজনগর বাজারের শহীদ মিনারের সামনে থেকে ১৮০০০ টাকা ও একটি ম্যানি ব্যাগ কুড়িয়ে পান। এই টাকা কুড়িয়ে পেয়ে তিনি পড়েন মহাবিপদে, অনেকে বলছে তাদের টাকা তাঁদেরকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু তিনি নাছুড় বান্ধা প্রকৃত মালিক ছাড়া তিনি কাউকে টাকা দিবেন না,তিনি বলেন আমি আমার বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুব্রত কুমার সুম স্যারের সহযোগিতা নেই, তিনি আমাকে প্রকৃত মালিকের কাছে টাকা পৌঁছে দিতে সহায়তা করেন। এবং আমি প্রকৃত মালিকের কাছে টাকা পৌঁছে দিতে পেরেছি। ১৮০০০টাকা সহ অন্যান্য কাগজ পত্র প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে পেরে তিনি খুব আনন্দিত। জগন্নাথ নাইডু রাজনগরের মাথিউরা চা বাগানের বাসিন্দা তিনি দীর্ঘদিন ধরে পৌরটিয়াস উচ্চবিদ্যালয়ের দপ্তরির কাজে নিয়জিত,কুড়িয়ে পাওয়া টাকার মালিক মাসুক আলী,রাজনগরের খারপাড়ার বাসিন্দা। তিনি জগন্নাথ নাইডুকে কুড়িয়ে পাওয়া টাকা থেকে কিছু টাকা দিতে চাইলে তিনি কোন নেয়নি, তিনি বলেন এই টাকা আপনার আর আমি এই টাকা কুড়িয়ে পেয়েছি আর আপনাকে টাকা পৌছে দেওয়া আমার দায়িত্ব আমি কেন টাকা নেব,আমার জন্য আপনি (আশির্বাদ) দোয়া করবেন আমি যেন এই ভাবে সততার সহিত চলতে পারি এখনো জগন্নাথ নাইডুর মতো সৎ মানুষ দুনিয়াতে আছে এজন্য মানুষ সুন্দর ভাবে চলতে পারতেছেন। জয় হোক মানবতার, বেঁছে থাকুক জগন্নাথ নাইডু মানবতার ফেরিওয়ালা।