শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তুর স্থাপন
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) উপজেলা চত্বরে এ উদ্বোধন অনুষ্ঠান হয়।
মনিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান উপস্থিত থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন-যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব পরিমল সিংহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন,স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বের সরকার সব চেষ্টা অব্যাহত রেখেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। জামায়াত-শিবির-বিএনপি দেশকে ধ্বংস করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন,আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন যাতে বিএনপি-জামায়াত মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।