বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মাহিমকে হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করলেন এস এম ইয়াকুব আলী
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
সহযোগিতার হাত বাড়িয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মহিম হোসেনকে হুইল চেয়ার উপহার দিয়ে
মুখে হাসি ফোটালেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী।
মহিম হোসেন মণিরামপুর উপজেলার খানপুর গ্রামের দিনমজুর রিপন হোসেনের ছেলে।
আজ সোমবার (১৫ মে) বিকালে এস এম ইয়াকুব আলীর পক্ষ থেকে হুইল চেয়ার পৌঁছে দেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাহিমের পিতা রিপন হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, এস এম ইয়াকুব আলী ভাই আমার ছেলেকে হুইল চেয়ার কিনে দিয়েছেন তার দীর্ঘায়ু কামনা করছি। তিনি আমাদের কষ্ট মুছে দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন ১২নং শ্যামকুড় ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম বুলু,সাংবাদিক তাজামুল,ব্যবসায়ী আশিকুর রহমান,হোসেন আলী,আওয়ামীলীগ কর্মী ফরহাদ হোসেন,রবিউলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।