শ্রীবরদীতে কৃষিই সমৃদ্ধি অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবয়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত,
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শ্রীবরদীতে কৃষিই সমৃদ্ধি ২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয় শ্রীবরদী পৌরসভা ফতেপুর তাঁরাকান্দী গ্রামে ২৪ মে বুধবার মাঠ দিবস অনুষ্ঠিত হয়, আলহাজ্ব তাজুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবরিনা আকবিন,উপজেলা কৃষি অফিসার, বিশেষ অতিথি ছিলেন নুসরাত জাহান লোপা কৃষি সম্প্রযায়ন অফিসার,সঞ্চালনায়,মোহাম্মদ জিল্লুর রহমান উপসহকারী কৃষি অফিসার,আরোও উপস্থিতিত ছিলেন শ্রীবরদী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এসডি সোহেল রানা উপজেলা যুবলীগ নেতা শাহীদুল ইসলাম কালু এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আকবিন বলেন ফসল ভৃট্রা জাতঃ সুপারসাইন ২৭৬০ বিচ স্যার সঠিক সময়ে দেই ও আমাদের সার্বিক সহযোগিতায় ভৃট্রার ফলন বাম্বার তাই কৃষকের মুখে হাসি আরো সুন্দর দিকনির্দেশনা বক্তব্য দেন কৃষি সম্প্রযায়ন অফিসার নুসরাত জাহান লোপা, উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান বলেন ভৃট্রা চাষের ফলনের জন্য প্রতিটি কৃষকের খেত জমিতে ফসল দেখে সুপরামর্শ ও সহযোগিতায় করেছি বলেই ভৃট্রার ফলন বাম্বার,কৃষকের মধ্যে বক্তব্য রাখেন সেলিম মিয়া বলেন আমি ২০ শতাংশ জমিতে ভৃট্রা লাগাই তাতে আমার খরচ হয় ছয় হাজার টাকা আমি ভৃট্রা বিক্রি করি ৩০ হাজার টাকা তাই আমি প্রতি বছর ভৃট্রার আবাদ করবো বলে, আরও বক্তব্য রাখেন সওদাগর, ও জজ মিয়া উপস্থিত ছিলেন বিভিন্ন কৃষক ও সাংবাদিকবিন্দ,প্রমুখ।