রবীন্দ্র- নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শাকিল হাসান জামালপুর জেলা প্রতিনিধিঃ
আনন্দধারা বহিছে ভুবনে,আজ সৃষ্টি সুখের উল্লাসে এই প্রতিপাদ্য কে সামনে রেখে রবীন্দ্র- নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের উদ্যোগে কলেজ মিলনাতয়নে রবীন্দ্র- নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক একেএম ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: হারুন অর রশিদ, কলেজ শিক্ষক সংসদের সম্পাদক শাকের আহম্মদ চৌধুরী। আলোচনা সভায় কবি রবীন্দ্রনাথের উপর প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল হাই আল হাদী, কবি নজরুলের উপর প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.শাকিলা শিরীন ।
এ সময় বক্তারা রবীন্দ্র- নজরুলের জীবন দর্শন এবং আদর্শ তরুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।