ঝিনাইগাতীতে প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ
ক্বারী বি.এম রিয়াদুর রহমান রিয়াদ, স্টাফ রিপোর্টার।
শেরপুরের ঝিনাইগাতীতে তানবীরুল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টার সময় উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনআনী উত্তর বাজার, ‘তানবীরুল উম্মাহ মাদ্রাসা’ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তানবীরুল উম্মাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: নাজমুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম।
ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ইসলামিক ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে তানবীরুল উম্মাহ মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মো: আরিফুল ইসলামের সঞ্চালনায়
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও অতিথিদের ব্যাচ পড়িয়ে দেওয়ার মধ্যদিয়ে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরবী ভাষায় বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী শোয়াইব আল হাসান এবং ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন নবম শ্রেণির শিক্ষার্থী মাবিয়া তাছনিম।
এছাড়াও ইসলামী সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহালিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (আইসিটি) মো: হানিফ উদ্দিন, শেরপুর ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (SIST) ইন্সট্রাক্টর মো: গোলজার হোসেন।
অতিথিদের বক্তব্য শেষে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে ৩ শতাধিক ফলজ বৃক্ষ পুরষ্কার স্বরূপ প্রদান করা হয়।