ভোলাহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
মোঃ শাহাদাত হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাস্তার ধারে তাল গাছ রোপণ উদ্বোধন করা হয়েছে।সোমবার বিকেলে দলদলী ইউনিয়নের বালুটুঙ্গী- জামবাড়ীয়া সড়কে ১কিলোমিটার রাস্তায় মোট ৪’শ গাছ লাগানো হয়। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প(১ম সংশোধিত) এর অর্থায়নে ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলীসহ উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ, সংরক্ষিত নারী ইউনিয়ন পরিষদ সদস্য মোসাঃ ফারজানা আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী দৈনিক পল্লীর কাগজকে জানান, আবহাওয়া দিন দিন বিরুপ আকার ধারণ করছে, তাপমাত্রা, শিলাবৃষ্টি, বজ্রপাত বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমাদের গাছ লাগানো প্রয়োজন। তালগাছ একদিকে যেমন রাস্তার শোভা বর্ধন করবে অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে রক্ষা করবে। গাছ বড় হলে আত্মকর্মসংস্থান হবে। আমি জনপ্রতিনিধি, এলাকাবাসি সহ সকলকে অনুরোধ করবো যেন সবাই বেশি বেশি গাছ লাগাই এবং যে ৪০০ তালগাছ রোপণ করা হলো সেগুলো যেন নষ্ট না করে সবাই মিলে সংরক্ষণ করি।