মহম্মদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও ধানবীজ বিতরণ।
স্টাফ রিপোর্টারঃ শাহীন আলম জয়।
মাগুরার মহম্মদপুর উপজেলারক্ষুদ্র ও প্রান্তিক নির্বাচিত কৃষকদের মাঝে সার ও ধানবীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়নের নির্বাচিত ২৫ শত কৃষকদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে সার ও ধানবীজ বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জনাব আবু আব্দুল্লাহেল কাফি।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা মোছাঃ বেবী নাজনীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুস সোবাহান , বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মিয়া, তথ্য সেবা কর্মকর্তা এ্যমিলিয়া জামান সেতু, ইউপি'র মেম্বারগণ সহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।কৃষক প্রতি ০১বিঘা জমির জন্য বীজ ০৫ কেজি,ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ সার বিতরণ করা হয়।