বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল ফাইনালে কালীগঞ্জ পৌরসভা এবং বক্তারপুর ইউনিয়ন
মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার, কালীগঞ্জ আর.আর.এন.পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক (অনুর্ধ্ব -১৭) ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন বুধবার বিকাল তিন ঘটিকার সময় কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের খেলা শুরু হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহির উদ্দিন, জামালপুর ইউপি চেয়ারম্যান খাইরুল আলম, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক , জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান গাজী সারোয়ার হোসেন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ ইব্রাহিম খন্দকার, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম সূর্যদোয় পত্রিকার বিশেষ প্রতিনিধি মো: মুক্তাদির হোসেন, দৈনিক সমকাল পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি আহম্মদ আলী, দৈনিক ঢাকার ঢাক পত্রিকার স্টাফ রিপোর্টার জাকারিয়া আল মামুন সহ প্রায় কয়েক হাজার দর্শক।
উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন : ১ম খেলায় অংশগ্রহণ করে বক্তারপুর ইউনিয়ন বনাম জামালপুর ইউনিয়ন। উক্ত খেলায় ১-০গোলে বক্তারপুর ইউনিয়ন বিজয়ী হয়।
অপর সেমিফাইনালে কালীগঞ্জ পৌরসভা বনাম জাঙ্গালিয়া ইউনিয়ন এর মধ্যকার খেলায় জাঙ্গালিয়া ইউনিয়ন কে ০২ -০ গোলে পরাজিত করে ফাইনালে উর্ওিন্ন হয় কালীগঞ্জ পৌরসভা।
আগামীকাল ১৫ই জুন বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক (অনুর্ধ্ব -১৭) ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
আজ খেলায় ধারাভাষ্যে ছিলেন মো: এন আই বাবু, শরিফ হোসেন এবং জাহাঙ্গীর আহমেদ রন্জু।
খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন, আজাদ ফরিদ। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সার্বিক ব্যবস্থাপনায় সর্ব সময় উপস্হিত ছিলেন লিটন আহমেদ, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম আই লিকন ও সাধারন সম্পাদক ওয়াশিম মোল্লা।
এ সময় হাজার হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলোয়ারদের উৎসাহ প্রদান করেন।