রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৭ জুন
তানভীর হোসেন রাংগুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর এবারের আসরের উদ্বোধন হতে যাচ্ছে। আগামী ১৭ জুন টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে ২৪ জুন পর্যন্ত। বুধবার (১৪জুন) বিকালে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরীর সঞ্চালনায় ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো. হারুল আল রশিদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক এনামুল হক, সদস্য আবদুল মালেক, আলী আকবর, পেয়ারুল ইসলাম, নুরুল আলম আলী, পিপলু বড়ুয়া, সাংবাদিক জগলুল হুদা, বিশ্বজিৎ সাহা, আলম আজমগীর, মো. এসকান্দর প্রমুখ।
নক আউট পদ্ধতিতে টুর্নামেন্টে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৬টি দল অংশ নেবে। এরমধ্যে উদ্বোধনী খেলায় পদুয়া বনাম লালানগর ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া ১৮ জুন প্রথম খেলায় রাজানগর ইউনিয়ন বেতাগীর সাথে, দ্বিতীয় খেলায় ইসলামপুর ইউনিয়ন কোদালার সাথে এবং তৃতীয়টিতে দক্ষিণ রাজানগর ইউনিয়ন শিলকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। ১৯ জুন দিনের প্রথম খেলায় মরিয়মনগর ইউনিয়ন পোমরার সাথে, দ্বিতীয়টিতে সরফভাটা ইউনিয়ন হোসনাবাদের সাথে, তৃতীয়টিতে চন্দ্রঘোনা ইউনিয়ন পারুয়ার সাথে এবং চতুর্থটিতে রাঙ্গুনিয়া পৌরসভা প্রতিদ্বন্দ্বিতা করবে স্বনির্ভর ইউনিয়নের সাথে। উন্মুক্ত লটারির মাধ্যমে প্রতিদ্বন্দ্বি এসব দল নির্বাচন করা হয়।
কোন ইউনিয়ন দুর্নীতির আশ্রয় নিয়ে বহিরাগত কোন খেলোয়াড় কিংবা ১৭ বছরের উর্ধ্বে কোন খেলোয়াড়কে মাঠে নামালে প্রমাণ সাপেক্ষে নুন্যতম ৫০ হাজার টাকার জরিমানা করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।