লৌহজংয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
চ্যাম্পিয়ন বেজগাঁও ইউনিয়ন
মোঃ সুবিন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:-
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায়
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) -২০২৩ এর
সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মেদিনীমন্ডল ইউনিয়ন কে ২-০ গোলে হারিয়ে বেজগাঁও ইউনিয়ন চ্যাম্পিয়ন হয় ।গতকাল শনিবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদ মাঠে ফুটবল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেল নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপন । এ সময় উপস্থিত ছিলেন বেজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক ইকবাল মৃধা, মেদিনীমন্ডল ইউনিয়নের সচিব আব্দুর রহিম,
লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাবেক সাধারণ সম্পাদক মানিক মিয়া,
ইউপি সদস্য মো. মিজু আহমেদ, সবুজ ও লেলিন প্রমুখ।