ইনডোর ক্যারম টুর্নামেন্টে বিজয়ের মুকুট পরলেন ইউএনও ফুলবাড়ী
মো. মোরসালিন ইসলাম
খেলাধুলা মানে – শৃঙ্খলা, প্রত্যয় আর একতা । অদম্য জয়ের বাসনা। জয় – পরাজয় আর একে অপরের সহযোগিতায় সংবেদনশীল এবং পরোপকারী হিসেবে গড়ে তোলে। এ লক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যেগে ইনডোর ক্যারম টুর্নামেন্ট – ২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।
১৮ জুন রবিবার রাতে উপজেলা অফির্সাস ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে এই ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফাইনাল পর্বে আনসার বাহিনীর সুদক্ষ দলের সঙ্গে ইউএনও দল দুর্দান্ত প্রতিযোগিতায় অসাধারণ পারফর্ম করে। এই বিজয়ী দলের সুনিপুন নেতৃত্ব দেন প্রতিভা চিহ্নিত প্রশাসন ক্যাডারের ক্রীড়া চ্যাম্পিয়ণ ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
ক্যারাম টুর্নামেন্টে ৮টি দলের মধ্যে চারটি দল আনসার, ওসি, এসিল্যান্ড ও ইউএনও’র দল সেমি ফাইনালে যায় । আনসার দল ওসি’র দলকে হারিয়ে ফাইনালে যায় এবং ইউএনও’র দল এসিল্যান্ডের দলকে হারিয়ে ফাইনালে যায়। চুড়ান্ত পর্বে আনসারবাহিনী এই সুদক্ষ দলের সঙ্গে প্রতিযোগীতায় ইউএনও’র দল শিরোপা জিতেন ।
এই সৌহার্দ্যপূর্ণ আনন্দঘন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, আর্দশ কলেজের উপাধ্যহ্ম ও ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, অফিসার ইনচার্জ মো আশ্রাফুল ইসলাম, ওসি তদন্ত মো. শফিকুল ইসলাম, দিনাজপুর ক্রাইম রিপোটাস অ্যাসোসিয়েশনের আহবায়ক জেলা ক্যাব ও দিনাজপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও ফুলবাড়ী উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানাসহ অফিসাস ক্লাব এবং উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।