দেবীগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি মেলা শুরু।
মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি
পঞ্জগড় দেবীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৩ শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ওই মেলার আয়োজন করেছে। শুক্রবার (২১ জুলাই) বিকাল ৩.৩০ ঘটিকায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন (এমপি)।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাইম মোর্শেদ এছাড়াও বক্তব্য রাখেন,
,দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ , উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গোলাম রহমান সরকার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আশরাফুল আলম এমু ,পৌরআওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন,পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক,আব্দুর রাজ্জাক,অফিসার ইনর্চাজ সরকার ইফতেখারুল মোকাদ্দেম ,উপজেলা প্রকৌশলী শাহরিয়ার শাকিল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার ,প্রমুখ। দপ্তরের সকল কর্মকর্তা ,কর্মচারি সহ বিপুল সংখ্যক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন ।
বক্তাগন বলেন দেশকে খাদ্যে স্বনির্ভর করতে কৃষি বিভাগ ও কৃষকের নিরলশ প্রচেষ্টার প্রশংসা করেন।
আগামী ২৩জুলাই সমাপণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী মেলার পরিসমাপ্তি ঘটবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।