১ বছর পর মামলার অজ্ঞান করে জীবন্ত পুঁতে রাখার রহস্য উদ্ঘাটন ও ভিকটিমের কঙ্কাল হাড়-গোড় উদ্ধার
চয়ন কুমার রায়
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার পুলিশ সুপার মহোদয় এর দিকনির্দেশনায় কালীগঞ্জ থানায় গত ১০/০৭/২০২৩ খ্রি.তারিখে দায়েরকৃত মামলার রহস্য উদ্ঘাটান ও ভিকটিমের হাড়-গোড় উদ্ধার করে। প্রথমে এজাহার নামীয় আসামি মনারুল ও সেকেন্দার আলী এবং পরে রাশেদুল ইসলাম ওরফে আজিজ ড্রাইভারকে আটক করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানায় জমি-জমা সংক্রান্তের জেরে তারা ভিকটিম আলমগীর হোসেন কে নেশা জাতীয়দ্রব্য খাইয়ে অজ্ঞান করে সেকেন্দার আলীর বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ের পাশে খালে পুঁতে রাখেন। এতোদিন পরিবারের ধারনা ছিল ভিকটিম আলমগীর হোসেন হারিয়ে গেছে কিন্তু আটককৃত দের দেয়া তথ্যমতে বৃহস্পতিবার দুপুরে প্রায় একবছর পর কালীগঞ্জ থানা পুলিশ উক্ত স্থান থেকে ভিকটিমের হাড়-গোড় উদ্ধার করেন।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ ইমরুল কায়েস-বি সার্কেল, লালমনিরহাট, অফিসার ইনচার্জ কালীগঞ্জ ও আদিতমারী থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) কালীগঞ্জ ও আদিতমারী থানা, মামলার আইও সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।