1. admin@dailypollyerkagoj.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওয়াপাড়ায় ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ২০৬ তম শাখা উদ্বোধন  অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় বিএনপি কর্মী ও প্রতিবন্ধী আহত লালমনিরহাটে চোর চক্রের সদস্য ১৯টি ফোন সহ আটক রাজশাহী পুঠিয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আবুল হাশেম, তানোরে আদালতের ১৪৪ ধারা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ ইসরাইলি আগ্রাসন মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের চারঘাটে ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং এন্ড শেয়ারিং সভা অনুষ্ঠিত রাজশাহীতে অনুদানের নামে ইট ভাটায় চাঁদাবাজি অভয়নগরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস’২৪ পালিত  রাজশাহী বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরা সহ সারাদেশে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

মাগুরা সহ সারাদেশে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শাহীন আলম জয়ঃ স্টাফ রিপর্টার।

৩০ জুলাই, ২০২৩ ইং তারিখ রবিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে ভারচুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রান্তে সংযুক্ত ছিলেন মাগুরা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট সাইফুজ্জামান শিখর; জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ; পুলিশ সুপার, মাগুরা জনাব মশিউদ্দৌলা রেজা; জনাব পঙ্কজ কুমার কুন্ডু, চেয়ারম্যান, জেলা পরিষদ, মাগুরা; জনাব আ ফ ম আব্দুল ফাত্তাহ, সভাপতি, মাগুরা জেলা আওয়ামী লীগ; জনাব মো: খুরশীদ হায়দার টুটুল, মেয়র, মাগুরা পৌরসভা, মাগুরাসহ প্রমুখ।

 

উল্লেখ্য যে, আজ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত ৫০ টি মডেল মসজিদের মধ্যে মাগুরা

জেলায় দুইটি মডেল মসজিদ উদ্বোধন করা হয়। এগুলো হলো জেলা পর্যায়ে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং উপজেলা পর্যায়ে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। জেলা মডেল মসজিদটি মাগুরা-ঢাকা মহাসড়কের পাশে পারনান্দুয়ালীতে অবস্থিত আর উপজেলা মডেল মসজিদটি মাগুরা-যশোর আঞ্চলিক মহাসড়কের পাশে ভিটাসাইরে অবস্থিত।

 

দৃষ্টনন্দন এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়া, মুসল্লীদের ওযু ও নামাজের জন্য রয়েছে সুব্যবস্থা। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের পূর্বে মৃতদেহের আচার ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামিক কনফারেন্স রুম ইত্যাদি। এর বাইরেও মসজিদগুলোতে থাকবে ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইসলামি বই বিক্রয় কেন্দ্র এবং মসজিদের সাথে দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা।

 

মাগুরা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট সাইফুজ্জামান শিখর তাঁর বক্তব্যে ইসলামের প্রচার ও প্রসারে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

 

জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ তাঁর বক্তব্যে বলেন যে, ইসলামি ভ্রাতৃত্ববোধ এবং এর মূল্যবোধকে প্রচার করা এবং সেইসাথে চরমপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের মর্মবাণী প্রচার করা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য।

 

উল্লেখ্য যে, সারাদেশের সবকয়টি জেলা ও উপজেলায় ৯,৪৩৫ কোটি টাকা ব্যয়ে মোট ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। আজকের ৫০ টি সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ২৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ