আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচাই।
মোঃ মোখলেছুর রহমান
ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রতিনিধি
বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ- অতিরিক্ত কার্বন নিঃসরণ। মানুষ তাঁর নিজের জন্য যতই উন্নত থেকে অতি উন্নয়নের দিকে ধাবিত হয়ে বিলাসিতার দিকে ধাবিত হচ্ছে, আর এই বিলাসী জীবন ধারণের জন্য বিজ্ঞান নতুন নতুন আবিষ্কার করে চলছে। তৈরি হচ্ছে বিলাসবহুল প্রাসাদ, গাড়ি, কল কারখানা, আনবিক শক্তি। প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘনফুট কার্বন বাতাসে মিশে পৃথিবীর ওজন স্তরের ভারসাম্য নষ্ট করে তাপমাত্রা বৃদ্ধি করছে। যার প্রভাবে অনাবৃষ্টি অতিবৃষ্টি সৃষ্টি হচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মেরু অঞ্চলের জমে থাকা বরফ গলে গিয়ে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করছে। আর প্রতিবছর নিম্নচাপ, টর্নেডো ইত্যাদি আঘাত হানছে ভূ-পৃষ্ঠে। তাপমাত্রা নিয়ন্ত্রণ ও কার্বনডাইঅক্সাইড শোষণে গাছ বিশেষ ভুমিকা রাখে। গাছ কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে তা অক্সিজেনে রূপান্তরিত করে বাসাতে ছাড়ে, মানুষ বা জীব জন্তুর বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন ছাড়া মানুষ জীব জন্তু বাঁচতে পারে না।
আসুন সকলে মিলে বৃক্ষ রোপণ করি।গাছ লাগাই পরিবেশ বাঁচাই নিজে বাঁচি অপরকে বাঁচাই
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়
উপজেলা মৎস্য অফিসার
ও ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন পরিচালক