‘উন্মোচন প্রেস কমিউনিটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির জন্য শুভকামনা রইল
আ স ম আবু তালেব:-
পেশাদার সাংবাদিকদের অধিকার আন্দোলন ও মানবাধিকার প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে- অধিকার আদায়ে নিবেদিত সাংবাদিক ও মানবাধিকার সংস্থা ‘উন্মোচন প্রেস কমিউনিটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আজ অনুমোদন হলো। নিপীড়িত, নির্যাতিত ও অবহেলা সাংবাদিকদের পরম বন্ধু হিসেবে সর্বদা এই সাংবাদিক ও মানবাধিকার সংস্থাটি পাশে থাকবে বলে উক্ত কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান জানিয়েছেন। হলুদ সাংবাদিকতাকে ধিক্কার জানিয়ে উন্মোচন প্রেস কমিটির বীরদর্পে পথচলা যেন সারা বাংলায় বিপ্লব ঘটিয়ে স্বচ্ছ সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে পারে দৈনিক পল্লীর কাগজ পত্রিকার পক্ষ থেকে এই কামনা করছি। কমিটির ফরম পড়ে জানতে পারলাম আজ ১৬ সেপ্টেম্বর আব্দুল্লাহ আল নোমানকে আহ্বায়ক ও ডাঃ সৈয়দ রুবায়েল আহমেদকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি অনুমোদিত হয়।
কমিটির দায়িত্বশীলরা হলেন— আমি যুগ্ম আহ্বায়ক- আ স ম আবু তালেব, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শফিক স্বপন, যুগ্ম সদস্য সচিব মোফাজ্জল হোসাইন পলাশ, সদস্য সাংগঠনিক সুজন মাহমুদ, সদস্য অর্থ আলহাজ্ব সাইফুল ইসলাম, সদস্য দপ্তর সাইফুল ইসলাম, সদস্য প্রচার আব্দুল হামিদ শেখ, সদস্য তদন্ত সাংবাদিক নূরে আলম, সদস্য প্রশাসন রানা আহমেদ।
সদস্য সচিব ডাঃ সৈয়দ রুবায়েল আহমেদ দৈনিক পল্লীর কাগজ পত্রিকাটিকে জানিয়েছেন, সারাদেশে পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়, মামলা, হামলার প্রতিবাদ সহ বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ ও মানবাধিকার লঙ্ঘনে মানবতার পাশে থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করাই উন্মোচন প্রেস কমিউনিটির উদ্দেশ্য ও লক্ষ্য।
তিনি আরো জানিয়েছেন, সারাদেশে ফরম বিতরণের কার্যক্রমের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির জন্য সদস্য আহ্বান করা হয়েছে।
৯০ (নব্বই) দিনের দায়িত্বে এই কমিটি পালন করবে গুরুত্বপূর্ণ সকল দায়িত্ব। ৯০ (নব্বই) দিনের মধ্যে সদস্য তালিকা প্রণয়ন করে কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের দায়িত্ব পালন করবে এই কমিটি।
এবং গঠনতন্ত্র প্রণয়ন ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন সহ বেশ কয়েকটি দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে উক্ত আহ্বায়ক কমিটি।
দৈনিক পল্লীর কাগজ পত্রিকার পক্ষ থেকে আবারো অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। তাদের উদ্দেশ্য ও লক্ষ্য সার্থক হোক। নিপীড়িত, নির্যাতিত ও অবহেলিত সাংবাদিকদের দাবি ও অধিকার তাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হোক।