স্যাটেলাইট হওয়ার অপেক্ষায় উন্মোচন টেলিভিশন
আ স ম আবু তালেব:-
অপরাধ শেকড়ের সন্ধানে শ্লোগান সম্বলিত জনপ্রিয় উন্মোচন টেলিভিশন স্যাটেলাইটের দ্বারপ্রান্তে মাথা উঁচু করে দাড়িয়ে রয়েছে। ৭৫% কাজ সমাপ্তির পথে। এখন কেবল প্রতীক্ষার পালা। কাঙ্খিত গন্তব্যে পৌঁছাতে সুযোগ্য চেয়ারম্যান মহোদয় আবদুল্লাহ আল নোমানের নের্তৃত্বে ডিরেক্টরি বোর্ডের একদল চৌকস দায়িত্বশীলগণ অনবরত কাজ করে যাচ্ছেন। ডিরেক্টরি বোর্ডের দায়িত্বশীলগণ হলেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ব্যাবস্থাপনা পরিচালক লায়ন আলহাজ্ব আবু তৌহিদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাঃ সৈয়দ রুবায়েল আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, সিনিয়র পরিচালক মোঃ ওয়াহিদুল আলম, প্রধান সম্পাদক আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, পরিচালক আ স ম আবু তালেব, পরিচালক লিও মোফাজ্জেল হোসেন (পলাশ) ও বার্তা প্রধান সুজন মাহমুদ।
বিশিষ্ট সংগঠক ও চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান হলুদ সাংবাদিকতার পতন ঘটিয়ে স্বচ্ছ সাংবাদিকতা প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তাই মাত্র ৫১০ টাকা ফি নিয়ে প্রেস কার্ড, ফিতা, নিয়োগ পত্র, মটরসাইকেল স্টিকার ও মোবাইল স্টিকর দিচ্ছেন। সময় সাপেক্ষে বুম দিবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সৎ, সাহসী ও অদম্য অনেক সাংবাদিকেরা এরকম স্বচ্ছ মিডিয়ায় কাজ করার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। তারাই আজ উন্মোচন টেলিভিশনে নিয়োগ পেয়ে আনন্দ চিত্তে কাজ করছেন নিজের মতো করে। চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অমায়িক ব্যবহারে তারা মুগ্ধ, বিমোহিত। সারা বাংলাদেশের সকল প্রতিনিধি ও দর্শকদের প্রাণের স্পন্দন জনপ্রিয় উন্মোচন টেলিভিশনট। উন্মোচন টেলিভিশনটি ঘিরে বীর জনতার শত আশা আকাঙ্খা ঘুরপাক খাচ্ছে। তারা শতভাগ আশা আকাঙ্খার প্রতিফলন দেখতে চান উন্মোচন টেলিভিশন’র মাধ্যমেই। ইতিমধ্যে মান সম্মত নিউজের কারণে সকল বয়সী সকল ধর্ম অনুসারীদের মাঝে আনন্দ উদ্দীপনার উচ্ছাস চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। বীরজনতার এই আনন্দ উচ্ছাস কখনো যেন বিলীন না হয়ে যায় উন্মোচন টেলিভিশন কর্তৃপক্ষ সেদিকে সার্বক্ষণিক নজরদারী রাখবে বলে চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান দৈনিক পল্লীর কাগজ পত্রিকাকে একথা জানিয়েছেন। স্যাটেলাইট স্টেশনে বাঁশি বেজে ওঠার সাথে সাথেই বীর জনতার আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে বীরদর্পে গোটা বিশ্বে দ্রুত বেগে এগিয়ে যাবে উন্মোচন টেলিভিশন। প্রধান সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম মোবাইলে কল দিয়ে জানিয়েছেন, গাজীপুর জেলার নিজস্ব অফিস, রাজশাহী জেলা নিজস্ব অফিস, রংপুর জেলা অফিস, ময়মনসিংহ জেলা অফিস ও মুন্সীগঞ্জ জেলা অফিস উদ্বোধনের প্রস্তুতি চলছে। গোটা বাংলাদেশ স্বচ্ছ সাংবাদিকতায় ফিরে আসুক দৈনিক পল্লীর কাগজ পত্রিকার পক্ষ থেকে এ কামনা করছি।