হবিগঞ্জের আজমিরীগঞ্জে শ্যামা, শ্মশান কালী পূজা ও দীপাবলি অনুষ্ঠিত
রামকৃষ্ণ তালুকদার জেলা প্রতিনিধি হবিগঞ্জঃ
হবিগঞ্জের আজমিরীগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও শ্মশান কালী পূজা ১২ ই নভেম্বর রবিবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।হিন্দু পুরান শাস্ত্র মতে দূর্গারই একটি শক্তি কালি।শাস্ত্রমতে কালির ১০৮টি রুপের বর্ননা আছে। সংস্কৃত ভাষায় কাল ' শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তি কে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালী পূজার মাহাত্ম্য। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা,তারা মা,চামুন্ডি,ভদ্রকালী, শ্মশান কালী, দেবী মহামায়া সহ ১০৮ নামে পরিচিত। কালি পূজার দিন হিন্দু সম্প্রদায়ের লোকেদের বাড়িতে ও শ্মশানে সন্ধ্যা থেকেই প্রদীপ জ্বালানো হয়।এর মধ্যে দিয়ে তারা স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয় স্বজনদের স্বরনে প্রদীপ নিবেদন করেন।এ বছর ই প্রথম আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের বলদী গ্রামের বর্তমান মেম্বার কৃষ্ণ তালুকদারের সার্বিক সহযোগিতায় ও গ্রামবাসীর উদ্যোগে নতুন শ্মশান তৈরি ও সেখানে শ্মশান কালী পূজা উদযাপন করা হয়। উক্ত পূজায় বলদী গ্রাম, পাশ্ববর্তী পাহাড় পুর, আড়িয়ামুগুর,করচা গ্রাম থেকে আগত বিভিন্ন ভক্তবৃন্দের সমাগম ঘটে।