নৌকার মনোনয়ন প্রত্যাশী ১৩ ভাইয়ের একমাত্র বোন আজেদা কানিজ
লাভলী আক্তার
নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে ১৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।তার মধ্যে ১৩ জনই পুরুষ, আর ১ জন নারী। ১৩ ভাইয়ের একমাত্র বোন নারী নেত্রী আজেদা কানিজ রবিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও সোমবার (২০ নভেম্বর) জমা প্রদান করেন ।
১৯৮০ সালের ১ ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন মদন উপজেলায় । বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এম. আহমেদ হুসেন, মা জহুরা আহমেদ । কেন্দুয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা তিনি । পড়াশোনা করেছেন বিএ পর্যন্ত । পেশা হিসেবে বেছে নিয়েছেন ব্যবসা । ব্যক্তিগত জীবনে বিবাহিত । এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জননী । স্বামী বাকী আলম – একজন ব্যবসায়ী ও কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
ইতোমধ্যে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিকভাবে তিনি অলংকৃত করেন কেন্দুয়া পৌর সভার সাবেক কমিশনার (সংরক্ষিত ৭,৮ ও ৯), বাংলাদেশ কমিশনার এসোসিয়েশনের সাবেক যুগ্ম – সদস্য সচিব, কেন্দুয়া উপজেলা শিক্ষা কমিটির সাবেক সদস্য, কেন্দুয়া উপজেলা কমিউনিটি পুলিশং কমিটির সাবেক সহসভাপতি, নির্বাচিত নারী প্রতিনিধি’র সাবেক সদস্য সচিব, ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সাবেক সদস্য সহ অনেক গুরুত্বপূর্ণ পদ ।
তাছাড়া ২০০৮ সালে কেন্দুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বিগত জেলা পরিষদ কেন্দুয়া-আটপাড়ায় (মহিলা সংরক্ষিত আসন) সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছিলেন।নিজেকে সক্রিয় রাখেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বহুমুখী প্রতিভার অধিকারী আজেদা কানিজ ।
মনোনয়ন পাওয়ার বিষয়ে কতটুকু প্রত্যাশী তাঁর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিগত জাতীয় সংসদ নির্বাচনেও আমি মনোনয়ন ফরম নিয়েছিলাম । আমি মনে করি, যেহেতু আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী তাই নারী নেতৃত্বের জায়গাটা আরো বৃহৎ ও বৃদ্ধি হওয়া দরকার । বিশেষ করে কেন্দুয়া- আটপাড়ায় নারী নেতৃত্বের এক রকমের শূন্যতা গোছানোর জন্যে কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে । আমার দীর্ঘ দিনের রাজনৈতিক ক্যারিয়ারে আমি কখনো হাল ছাড়িনি । দেখা যাক স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অগ্রপথিক ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কী করেন ।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা-৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও নৌকার মনোনয়ন প্রত্যাশী এ পর্যন্ত চৌদ্দ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন ।