ডাসকো’র জেলা পর্যায়ে জেলা প্রানীসম্পদ অফিসারের সাথে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত
আকতারুল ইসলাম, ভ্রাম্যমাণ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহীতে, ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন, বিএমজেড ও নেটজ্ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, জেলা প্রনীসম্পদ অফিসারের সাথে ত্রৈমাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্পের আওতায়। গত ০৭/১২/২০২৩ ইং তারিখ ১০:৩০ মিনিটের সময় পবা উপজেলা বিআরডিবি হলরুমে সংলাপের আয়োজন করা হয়।
উক্ত সংলাপে জেলা প্রাণীসম্পাদ অফিসার ডা: জুলফিকার মোহাম্মদ আকতার হোসেন ও জেলা সমাজসেবা অফিসার মো: মতিনুর রহমান উপস্থিত ছিলেন। উক্ত সভাটি পরিচালনা করেন, যুক্ত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো:এনামুল হক খান লিটন ও সহযোগীতা করেন, ফিরোজা খাতুন ও শেফালী খাতুন ফিল্ড ফ্যাসিলিটেটর, যুক্ত প্রকল্প। অংশগ্রহনকরী, উপজেলা পর্যায়ের নাগরিক সমাজ সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।