নওগাঁয় নৃত্য রং একাডেমি এর প্রশিক্ষন দিচ্ছেন বিশিষ্ট ভরতনাট্যম নৃত্য গুরু শ্রী তড়িৎ সরকার, কলকাতা, ভারত।
মাহবুব রানা নওগাঁ প্রতিনিধ
নওগাঁ চলি নৃত্যের ছন্দে, সম্প্রীতির আনন্দে, এই স্লোগানটিকে ধারণ করে নৃত্য রং একাডেমি নওগাঁ এর আয়োজন ভরতনাট্যম এবং কনটেম্পোরারি নৃত্য বিষয়ক কর্মশালা। এই কর্মশালাটি প্রশিক্ষণ দেবার জন্য প্রশিক্ষক হিসেবে এসেছেন বিশিষ্ট ভরতনাট্যম নৃত্য গুরু শ্রী তড়িৎ সরকার, কলকাতা, ভারত, আজকে ২৫ ডিসেম্বর এই কর্মশালাটির উদ্বোধনী প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন এ্যাড ফজলে রাব্বী বকু চাচা, চেয়ারম্যান জেলা পরিষদ নওগাঁ এবং তাহার সহধর্মিনী আন্টি ও সাথে সঙ্গী ছিলেন। এবং সন্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনের সকল প্রিয় মুখ। বিশিষ্ট নাট্য শিল্পী, আবৃত্তি শিল্পী, কায়েস উদ্দিন ভাই, সভাপতি প্রেসক্লাব নওগাঁ, বিশিষ্ট সাংস্কৃতিপ্রেমী মানবতাবাদি চন্দন দেব দাদা। সম্পাদক বাংলাদেশ মানবাধিকার নওগাঁ, বিশিষ্ট নাট্যকর্মী গোলাম রসূল সাকলাইন, বিশিষ্ট সংস্কৃতি প্রেমী সুবল চন্দ্র মন্ডল দাদা, সাধারণ সম্পাদক এ্যাপেক্স ক্লাব, বিশিষ্ট সংস্কৃতি প্রেমী হাসমত আলী ভাই, সভাপতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ, বিশিষ্ট সংস্কৃতি প্রেমী আব্দুল হাই সিদ্দিকী সিটু ভাই, সাধারণ সম্পাদক মানবাধিকার নাট্য পরিষদ নওগাঁ, বিশিষ্ট সংস্কৃতি প্রেমী রহমান রায়হান, সাধারণ সম্পাদক জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁ, বিশিষ্ট সাংস্কৃতিক প্রেমী সুষমা সাথি আপা, আবৃত্তি শিল্পী, নাট্য শিল্পী, বিশিষ্ট সংস্কৃতি প্রেমী মায়া ভাবি, আবৃত্তি শিল্পী, নাট্য শিল্পী, বিশিষ্ট সংস্কৃতি প্রেমী নওরিন ভাবি, আবৃত্তি শিল্পী, স্বত্বাধিকারী হাতে খড়ি নওগাঁ, বিশিষ্ট সাংস্কৃতিক প্রেমী তানিয়া খন্দকার আপু,আবৃত্তি শিল্পী, পরিচালক উচ্চারণ পাঠশালা, বিশিষ্ট সংস্কৃতি প্রেমী হুসাইন মোহাম্মদ আনোয়ার পারভেজ জোহা ভাই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মোর্সেদা বেগম শিল্পী আপা সকল গুনীজনদের নৃত্য রং একাডেমি নওগাঁ পরিবারের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানোর মুহূর্ত অশেষ, অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা, এভাবেই সর্বদা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন দোয়া রাখবেন।