আজমিরীগঞ্জে সতন্ত্র প্রার্থীর প্রচারনার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
রামকৃষ্ণ তালুকদার হবিগঞ্জ জেলা প্রতিনিধি:-
সহকারী রিটার্নং অফিসার বরাবর অভিযোগ দায়ের।হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দ্বাদশ জাতীয় নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় নৌকা মার্কার প্রার্থী সমর্থকদের দ্বারা দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার দিলোয়ার হোসেন এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আজমিরীগঞ্জ উপজেলায় নৌকা মার্কার সমর্থক মাদকসেবী মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে তার উপর হামলা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনে আজমিরীগঞ্জ বানিয়াচং আসনের সতন্ত্র প্রার্থী এডভোকেট আব্দুল মজিদ খানের ছেলে ফয়সাল আহমেদ বাধন তার পিতার পক্ষে ঈগল মার্কার প্রচারনা করতে ২৬ ডিসেম্বর আজমিরীগঞ্জ আসেন। আজমিরীগঞ্জের
আদর্শ নগর গ্রামে প্রচারনার শেষে কাকাইলছেও চলে যায়। আদর্শনগরে ঈগল মার্কার প্রচারনার সংবাদ সংগ্রহ করতে দৈনিক আমার হবিগঞ্জের নিজস্ব প্রতিনিধি দিলোয়ার হোসেন যায় এবং প্রচারনা শেষে বাসায় ফেরার সময় গরু বাজারে এলাকার চিহ্নিত মাদকসেবী রুবেল তার দলবল নিয়ে দিলোয়ারের পথরোধ করে এবং ঈগল মার্কার সংবাদ প্রকাশ কেন করে বলেই হামলা চালায়।ঘটনাস্থলে ১ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হোসাইন মোবারুল উপস্থিত থাকায় মাদকসেবী রুবলে ও তার সঙ্গীদের হাত থেকে দিলোয়ারকে রক্ষা করে।
এছাড়াও ২২ ডিসেম্বর দৈনিক আমার হবিগঞ্জে প্রকাশিত সংবাদের জেড়ে রূবেলের নেতৃত্ব সাংবাদিক দিলোয়ারের বাসার সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় বলে অভিযোগ সূত্রে জানা যায়।
এদিকে মাহমুদুল হাসান রুবেলের সম্পর্কে খোজ নিয়ে জানা যায় সে অতীত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। ২০১৩ সালে সাংবাদিক দিলোয়ারের বড় ভাই মরহুম মুক্তার হোসেনকে অপহরন করে নিয়ে যায় এবং ৫ দিন অমানবিক নির্যাতন করে।যার মামলা নং জি/আর ৪২/১৩। এছাড়াও বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ সহ মাদক সেবনের দায়ে রুবেলের নামে বিচারীধীন অনেক মামলা রয়েছে।আসন্ন নির্বাচনে নৌকা মার্কার লোক হিসেবে পরিচয় দিয়ে এলাকার নীরিহ মানুষকে হুমকি ধমকি,প্রক্যাশে মদ খেয়ে গালিগালাজ করে বলে তথ্য রয়েছে।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্দিষ্ট পক্ষের লোক দ্বারা সাংবাদিক আহত হওয়ার ঘটনা বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান,অভিযোগ পেয়েছি,ব্যবস্থা নেয়া হবে।হামলার পরে সাংবাদিক দিলোয়ার হোসেন আজমিরীগঞ্জ সদর হাসপাতাল ভর্তি হলে বাম চোখের আঘাত বেশি থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ রেফার করা হয়।