1. admin@dailypollyerkagoj.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওয়াপাড়ায় ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ২০৬ তম শাখা উদ্বোধন  অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় বিএনপি কর্মী ও প্রতিবন্ধী আহত লালমনিরহাটে চোর চক্রের সদস্য ১৯টি ফোন সহ আটক রাজশাহী পুঠিয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আবুল হাশেম, তানোরে আদালতের ১৪৪ ধারা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ ইসরাইলি আগ্রাসন মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের চারঘাটে ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং এন্ড শেয়ারিং সভা অনুষ্ঠিত রাজশাহীতে অনুদানের নামে ইট ভাটায় চাঁদাবাজি অভয়নগরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস’২৪ পালিত  রাজশাহী বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোগড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২২৯ বার পঠিত

এস.এম জাহিদ হোসাইন, গাজীপুরঃ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৮ই মার্চ’২৪ শুক্রবার বিকাল ৩ টায় গাজীপুর মহানগর বাসন মেট্রো থানার ভোগড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হাসিবুল একাদশ বনাম আল-আমিন একাদশ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রকিব সরকার, সদস্য, ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ, সাবেক সহ-সম্পাদক ও সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ। সভাপতিত্ব করেন মোহাম্মদ মাসুদ করিম, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা আহবায়ক কমিটির সদস্য, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হামিদ মুন্সী, মোঃ আমজাদ হোসেন সরকার, মোঃ আব্দুর সালাম, মোঃ আতাউর রহমান, মোঃ তানভীর শিশির, ও মোঃ ইলিয়াস হোসেন সহ সম্মানিত অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ ।

বিকেল ০২:৪৫ টায় ফাইনাল খেলার টসে জয়ী হয়ে হাসিবুল একাদশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ঠিক তার আগেই কানায় কানায় দর্শনার্থীদের পূর্ণতা পায় খেলার মাঠটি। প্রথমে ব্যাট করে শক্তিশালী হাসিবুল একাদশ নির্ধারিত ১৪ ওভার শেষে ১৫৭ রানের টার্গেট ছুঁড়ে দেন শক্তিশালী আলামিন একাদশ টিমকে, দ্বিতীয় ইনিংসে আল-আমিন একাদশ তাদের সেরা খেলাটি উপহার দিয়ে ও জয়ের দেখা পেলেন না, কারণ ১৩৪ রানের মধ্যেই তাদের নির্ধারিত ওভার শেষ হয়ে গেলে ২২ রানে জয়ের দেখা পেয়ে যান হাসিবুল একাদশ টিম। খেলা শেষে বিভিন্ন বক্তারা বিজয়ী টিম এবং রানার্স অফ টিমকে তাদের অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ রকিব সরকার বিজয়ী টিম এবং রানার্স আপ টিমকে অভিনন্দন জানান। তিনি বলেন, অত্র এলাকাবাসী যে এরকম একটি সুন্দর উদ্যোগ নিয়েছে এজন্য তাদেরকেও অভিনন্দন জানান। তিনি সকল অভিভাবকদের উদ্দেশ্য  করে বলেন, আপনাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করবেন এবং সকল ছেলে-মেয়েদের প্রতি সুদৃষ্টি রাখবেন, কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তারা যেন কখনোই মাদক সেবন বা কোন অনৈতিক কাজের সাথে জড়িয়ে না হয়ে পড়েন সেই দিকে এলাকাবাসী সহ সকল অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন। গাজীপুর মহানগর বাসন ভোগড়া থেকে তিনি জাতীয় ক্রিকেট টিমে খেলার মত যোগ্য খেলোয়াড় দেখতে চান। এ জন্য তিনি যে কোন ধরনের সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দেন এবং সকল খেলোয়াড়দের ভবিষ্যৎ জীবন মঙ্গলময় হোক এই কামনা করেন। তিনি বিজয়ী টিমকে নিজ হাতে পুরস্কার তুলে দেন, এরপর রানার্স আপ টিমকে তাদের সম্মাননা পুরস্কারটি তুলে দেন। সবশেষে ম্যান অব দ্য ম্যাচ এর সম্মাননা পুরস্কার হাসিবুল কে তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উক্ত খেলা পরিচালনায় ছিলেন রুবেল অরুফে ইটিং প্রধান‌। সার্বিক সহযোগিতায় ছিলেন হাসিবুল, আল-আমিন, সাকিব, শিশির, সাইফুল, আল-আমিন ২ ও তামিম। খেলার আয়োজক হিসেবে ছিলেন সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী। তাহসিন ইলেকট্রিক লাভেল’র সৌজন্যে ও প্রচারে শিহাব উদ্দিন ভোলিশন স্কুল।

এই ক্যাটাগরির আরো সংবাদ