প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার এলাকা রামু গর্জনিয়া ইউনিয়ন। এই রামু গর্জনিয়া ইউনিয়নের শ্রী শ্রী বিষ্ণু ও লক্ষী নারায়ন মন্দিরে একদিন ব্যাপি অনুষ্ঠিত হল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় মহা উৎসব।
১৪ মার্চ বৃহস্পতিবার মন্দির মাঠ কবিরাজ বাড়ি প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত ধর্মীয় মহা উৎসব একদিন ব্যাপি অষ্ট প্রহরের জাক জমকভাবে হওয়ায় বিভিন্ন গ্রাম, উপজেলা ও ইউনিয়ন থেকে ছুটে এসেছেন ধর্মীয় ভক্ত হিন্দুরা। ধর্মীয় মহা উৎসবে চারটি কীর্তন দলের মাধ্যমে ডাক, ঢোল,হারমনি ও সুন্দর মনোরম বাঁশির সুরে রাম, কৃষ্ণের নাম নিয়ে কীর্তন পরিবেশন করেন। আর অন্য দিকে বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মীয় ভক্ত হিন্দুরা নীরালায় বসে এই মধুর হরি নামের কীর্তন শ্রবণ করেন এবং উক্ত উৎসবে সকলের জন্য প্রসাদের আয়োজনও করা হয়। উক্ত মহা উৎসবে আসা বিভিন্ন ধর্মীয় ভক্তদের কাছে জানা যায়, এই ধর্মীয় মহা উৎসব সুন্দর ভাবে উৎযাপন করতে পারায় সকলে অনেক আনন্দিত। আর অন্য দিকে এই উৎসবকে কেন্দ্র করে বসেছে বহু দোকান পাট এবং ভীড় জমেছে । অনেকে ব্যস্ত সময় পার করছেন কেনাকাটার মধ্যে দিয়ে।