সেলিম খান সাতক্ষীরা, জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ২ নাং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন এর প্রচেষ্টায় দুইটি অবহেলিত রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ শে মার্চ বুধবার সকাল ১১ টায় কলারোয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন’র বাড়ির সামনে থেকে গ্রাম অভিমুখ পর্যন্ত ১৫০ মিটার রাস্তা এবং কলারোয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে কাজির হাট কলেজের অধ্যাপক শহিদুল ইসলামের বাড়ির অভিমুখ পর্যন্ত ১৭৫ মিটার দু’টি ইটের রাস্তার শুভ উদ্ভোধন করলেন কলারোয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিল আসাদুজ্জামান তুহিন।
এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া পৌরসভার প্রকৌশলী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার রুহুল আমীন, ইমরান ঠিকাদার বাবু প্রমুখ।
এডিপি অর্থায়নে এই ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে পৌরসভার ২,৩,৪,৫ ওয়ার্ড এর মোট ১৬টি প্রকল্পের আওতায় ৩৫ লক্ষ ২ হাজার ৭৯৫ টাকার প্রকল্প কাজ হতে যাচ্ছে।
এসময় কলারোয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন বলেন, পৌরসভার ভিতরে এই দু’টি রাস্তা অবহেলিত ছিলো, আমাদের মেয়র সাহেব এবং পৌরসভার সকল কর্মকর্তার প্রচেষ্টায় বাস্তবায়ন হতে যাচ্ছে এই রাস্তা। এই সময় রাস্তার মাটি কেটে রাস্তা দুইটির শুভ উদ্ভোধন করেন এই তরুণ প্রজন্মের যুবলীগ নেতা আসাদুজ্জামান তুহিন।
এসময় উপস্থিত এলাকার কয়েক জন সাধারণ মানুষ বলেন, আমারা কখনো ভাবিনি এই রাস্তা এত তাড়াতাড়ি হবে। কিন্তু আমাদের কাউন্সিলার আসাদুজ্জামান তুহিন এর প্রচেষ্টা জন্য আমরা এই রাস্তা পাচ্ছি। তারা আরও বলেন, তুহিন সাধারণ মানুষের নেতা, সুখে দুঃখে সবসময় এলাকাবাসীর পাশে থাকেন। এলাকার উন্নয়নে সবসময় কাজ করেন এরমধ্যে এলাকার বিভিন্ন ভাঙ্গা রাস্তা গুলোর পূননির্মাণ করেছে বলে জানান সাধারণ মানুষেরা।