তুহিন দেওয়ান, ভোলাঃ
বোরহান উদ্দিন উপজেলার দুই জ্বীন প্রতারক নারীসহ অবৈধ কার্যকলাপের সময় চরফ্যাশন থানার পুলিশের হাতে আটক হয়েছে। ২৯ মার্চ শুক্রবার রাতে উপজেলার একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করে চরফ্যাশন থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বোরহান উদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে জ্বীন কাঞ্চনের ছেলে সবুজ (৩০) ও রাকিব (২৭) কে আটক করে চরফ্যাশন থানার পুলিশ তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজ্জু করে। তাদের বিরুদ্ধে একাধিক জ্বীন প্রতারক মামলা রয়েছে । সবুজ ও রাকিব কে ভোলা জেলখানায় পাঠানো হয়।
আরো বিশেষ সূত্র জানা যায় যে, এই জ্বীন প্রতারক সবুজ ও রাকিব তাদের অবৈধ টাকার গরমে এলাকায় মানুষকে মানুষ গণনা করে না। সবুজ অবৈধ টাকা দিয়ে তৈরী করেছে অট্টোলিকা বাড়ি ঘর।
এ বিষয়ে সবুজের বাবা কাঞ্চনের সাথে কথা বললে তিনি জানান ঘটনাটি সত্যি ।