মোহাম্মদ নোমান ও রায়হান উদ্দিন, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়াস্থ মাটিয়াতলি এলাকার কাটাপাহাড় নামক এলাকা থেকে ১৬ এপ্রিল রাতে জাহিদ হোসেন ও ইয়াছিন আরাফাতকে অস্ত্রসহ আটক করে র্যাব। ঝিলংজা ইউনিয়নের লার পাড়ার ইসলামাবাদ এলাকায় জমি দখলে নিতে দফায় দফায় সংঘর্ষ হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে আসামিরা জানায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এজাহারভূক্ত আসামি জাহেদ হোসেনের নিকট হতে ১টি ম্যাগাজিন সংযুক্ত বিদেশি অস্ত্র ও ইয়াছিন আরাফাতের নিকট হতে ১টি কাঠের বাটযুক্ত রিভলবার এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। ঘটনাস্থল হতে র্যাবের উপস্থিতি টের পেয়ে দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার আবু ছিদ্দিকের পুত্র আব্দুর রহমান, পলানকাটা এলাকার ইউনুছ, দক্ষিণ সাহিত্যকাপল্লী এলাকার সৈয়দ আলমের পুত্র কালা বাবু পালিয়ে যায়।
আটককৃত আসামি জাহিদ হোসেন ও ইয়াছিন আরাফাতের পরিবারের দাবি, জাহিদ হোসেন ও ইয়াছিন আরাফাতকে ইসলামাবাদ এলাকার জনৈক সরোয়ার টাকার লোভ দেখিয়ে ও কৌশলে ফুঁসলিয়ে উক্ত ঘটনার সাথে জড়িত করে।
পরিবারের পক্ষে আরো দাবি করা হয়, আটককৃত জাহিদ হোসেন ও ইয়াছিন সুন্দরভাবে জীবন যাপন করছিল। ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসলামাবাদ এলাকার সন্ত্রাসী সরোয়ারের নির্দেশে তারা না বুঝে হামলায় জড়িয়ে পড়ে।
আটকের পর ইয়াসিন ও জাহিদ হোসেনের পরিবার ১৭ এপ্রিল কক্সবাজার আদালত চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন। তারা ইসলামাবাদের সরোয়ারের শাস্তি দাবিসহ উক্ত ঘটনা সুষ্ঠু তদন্ত করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।