1. admin@dailypollyerkagoj.com : admin :
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আঞ্জুমানে আল ইসলাহর জগন্নাথপুর পৌর শাখা ২০২৪ এর কাউন্সিল সম্পন্ন চিতলমারীতে ডাক্তার শর্মী রায় যোগদানের আগেই মিটিং-মিছিল ও মানবন্ধন বাস গাড়ি হারিয়ে দিশেহারা সেনা সদস্য নজরুল ইসলাম রাজশাহীতে সরকারি জায়গা দখল করে বিএনপি নেতাদের অবৈধ স্থাপনা নির্মাণ ধনবাড়ীতে হোটেল -রেস্তোরাঁ ও মিষ্টির দোকান শ্রমিক ইউনিয়নের কমিটি পুনর্গঠন  রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সমাবেশ শিক্ষার্থীর প্রতি শ্লীলতাহানির অভিযোগেপ্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি কালীগঞ্জ উপজেলা  বিএনপির নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় কালিগঞ্জে প্যানেল চেয়ারম্যান অপসারণের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  রামপালে ছাত্রদলের লিফলেট বিতরণ

দেবীগঞ্জে করতোয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩৬ বার পঠিত

মোঃ মোমিন ইসলাম দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি
করতোয়া নদী থেকে (ড্রেজার) মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে তা বিক্রি করছে স্থানীয় একটি চক্র। এদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব, তেমনি ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার রাস্তা-ঘাট, জমি, ও বিভিন্ন স্থাপনা। প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রকাশ্যে একটি চক্র তাদের অবৈধ বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর মনে হচ্ছে এসব দেখার মতো কেউ নেই।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী সড়ক কালভার্ট বিভিন্ন স্থাপনা সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে নদী,খাল ও পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না । এ আইনকে অবজ্ঞা করে দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নের মধ্যে তেলীপাড়া ঘাটে আব্দুস সালাম দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।
অবৈধ (ড্রেজার) মেশিন মালিক সালাম হোসেন বলেন, আমাদের ড্রেজার মেশিন যে অবৈধ সেটা আমরা জানি। দেবীগঞ্জে আমরা একাই না আরো অনেকেই অবৈধ (ড্রেজার) মেশিন চালাচ্ছে। এমনকি সরকারি বিভিন্ন উন্নয়ন মূলক কাজেও অবৈধ (ড্রেজার) মেশিন দিয়ে স্বল্প খরচে বালু উত্তোলন করে বিক্রি করছে তারা, ড্রেজার মেশিনের মালিক সালাম হোসেন আর ও জানান, ড্রেজার দিয়ে বালু উত্তোলন এমনিতেই করিনা উপর মহলে কিছু দিতে হয়।
করতোয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
পরে দেবীগঞ্জ উপজেলা সহকারী ভৃমি কর্মকর্তা তুরাব হোসেনের সাথে সাক্ষাৎতে কথা বললে তিনি বলেন, আমি শুধু শুনেছি তেলিপাড়া ঘাটে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে একটি বালু উত্তোলন চক্র , আমরা এটা ভালো করে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এই ক্যাটাগরির আরো সংবাদ