দীনেশ চন্দ্র রায় পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় লতা ইউপি’র সদস্য পুলকেশ রায়ের নামে প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিক বার মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে। এ নিয়ে একই বিষয়ে ৩ বার অভিযোগ করা হয়েছে বলে ইউপি সদস্য পুলোকেশ রায় জানান। জানাগেছে, উপজেলার লতা ইউনিয়নের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস সাময়িক বহিস্কার হওয়ায় ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য পুলকেশ রায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ৩ মাস দায়িত্ব পালন করেন। ইউপি সদস্য পুলকেশ রায় জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর প্রায় ১ বছর পরে আমার বিরুদ্ধে ৩ বার অভিযোগ করেছে অন্যান্য ইউপি সদস্য সহ তাদের অনুসারীরা। দু’টি অভিযোগ তারা ভুল বুঝে প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু আবারো তারা একই বিষয় নিয়ে অভিযোগ করেছে। অভিযোগে বলা হয়েছে, ৬/৭ হাজার টাকার বিনিময়ে পানির ট্যাংকি দেওয়া হয়েছে, রাস্তার ইট তুলে স্টেজ তৈরী করা সহ প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে। এ বিষয়ে পুলকেশ রায় বলেন, আমার তিন মাসের দায়িত্ব পালন কালে সরকারী নিয়মনীতি মেনে ইউনিয়নে ৮০টি পানির ট্যাংকি দেয়া হয়েছে। আর রাস্তার ইট বিক্রির প্রশ্নই আসে না। কারণ ওই রাস্তা করেছে ঠিকাদার আর প্রকল্পের টাকা আত্নসাৎ করেছি কি না সেটি তদন্ত করলে বেরিয়ে আসবে। আমার নামে তারা বারবার অভিযোগ দিচ্ছে আবার প্রত্যাহারও করছে। আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।