1. admin@dailypollyerkagoj.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওয়াপাড়ায় ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ২০৬ তম শাখা উদ্বোধন  অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে হামলায় বিএনপি কর্মী ও প্রতিবন্ধী আহত লালমনিরহাটে চোর চক্রের সদস্য ১৯টি ফোন সহ আটক রাজশাহী পুঠিয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আবুল হাশেম, তানোরে আদালতের ১৪৪ ধারা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ ইসরাইলি আগ্রাসন মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের চারঘাটে ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং এন্ড শেয়ারিং সভা অনুষ্ঠিত রাজশাহীতে অনুদানের নামে ইট ভাটায় চাঁদাবাজি অভয়নগরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস’২৪ পালিত  রাজশাহী বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সন্ত্রাসী হামলায় কক্সবাজার সরকারী কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহ

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২ বার পঠিত

মোহাম্মদ নোমান কক্সবাজারঃ

কক্সবাজার সরকারি কলেজের পরিক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার সময় সন্ত্রাসী হামলায় আজিজুল হাকিম বাপ্পি নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি সরকারি কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর  ১ টার দিকে কক্সবাজার সরকারি কলেজের সামনে  এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো কলেজ জুড়েই থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনায় বাপ্পি গুরুতর আহত হয়, তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থী বাপ্পি জানায়, কিছুদিন আগে বহিরাগত কিছু বখাটে ছেলে আমার একজন ব্যাচমেটকে ইভটিজিং করতেছে দেখে আমি তার  প্রতিবাদ করলে তাদের সাথে আমার কথা কাটাকাটি হয়। পরে কলেজের স্যার ও কয়েকজন বড় ভাই বিষয়টি মিমাংসা করে দেন, কিন্তু আজকে আমি পরিক্ষা শেষ করে বের হলে সেদিনের বখাটে ছেলে গুলো প্রায় ত্রিশ জনের একটি দল লাঠি ও ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে’ আমাকে দেখার সাথে সাথে আমি কিছু বুঝে উঠার আগেই আমার উপর হামলা করে।

নোমান নামের এক শিক্ষার্থী জানায়, আমরা পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় একদল সন্ত্রাসী আমাদের সহপাঠী বাপ্পির উপর হামলা করে, আমরা দেখামাত্র সামনে এগিয়ে আসি, তখনই তারা বাপ্পিকে মেরে মাঠিতে ফেলে রেখে চলে যায়। আমরা তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসি। আমরা এই হামলার বিচার চাই।

একাধিক শিক্ষার্থীরা কলেজ কতৃপক্ষ এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কলেজের সিসিটিভি দেখে সন্ত্রাসীদের সনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের ডাক দেওয়ার কথা জানায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ