মোঃ জসিম মিয়া, চুনারুঘাট হবিগঞ্জঃ
চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে চা পাতা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন পিতা পুত্র।
সুত্রে জানা যায়, ২৬সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৭ টার সময় ২০০ কেজি চা পাতা পাচারকালে দেউন্দি কাঠালবাড়ি এলাকার মোঃ সানু মিয়া ও তার ছেলে হৃদয় মিয়া কে সিএনজি সহ আটক করে দেউন্দি চা বাগানের সহকারী ব্যবস্থাপক দেবাশীষ ও রঘুনন্দন চা- বাগান এর মহসিনসহ স্থানীয় জনতা। এ ঘটনায় পরবর্তীতে দেউন্দি চা-বাগান ফ্যাক্টরি অফিসে আর এমন কাজ করবে না মর্মে লিখিত দেয়ার পরে তাদেরকে ছেড়ে দেয় বাগান কর্তৃপক্ষ। অথচ দীর্ঘদিন যাবত এই পিতা পুত্র বাগানের চা পাতা চোরাকারবারি ও গাছ চোরাকারবারি হিসেবে পরিচিত ছিল। এদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা না গ্রহণ করে কেন প্রশাসনের কাছে সোপর্দ করা হলো না এর পিছনের কারণ কি?এর সুষ্ঠু তদন্ত ও তাদের বিচারের আওতায় না আনায় এলাকার স্থানীয় জনতা মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, সানু মিয়া পাইকপাড়া ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড এর বর্তমান যুবলীগ সভাপতি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব কাটিয়ে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড ও চা বাগানের চা পাতা ও গাছ পাচার করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে।