রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)’র বিরুদ্ধে চ্যানেল২৪ টেলিভিশনে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) বিকেলে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলার ফয়লা বাজারে উপস্থিত হয় ছাত্রদলের নেতা-কর্মীরা। পরবর্তীতে শতশত নেতাকর্মী মিছিল নিয়ে ভাগা বাজার অভিমুখে রওনা হয়।
এ সময় তারা 'রামপাল মোংলার মাটি, শামীম ভাইয়ের ঘাঁটি, শামীম ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই, বয়কট বয়কট, চ্যানেল২৪ বয়কট বলে স্লোগান দেন।’
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জিল্লুর রহমান, ইব্রাহিম আকুঞ্জি, হাফিজ, মেহেদী হাসান, মাইদুল ইসলাম মিলন, আশিকুজ্জামান সুমন, শহিদুল ইসলাম, জুবায়ের পরশ, সাব্বির হোসেন পাপ্পু , আল হোসাইন সবুজ, নাইম,শাহবাজ গাজী, জুয়েল আকঞ্জি, রাইসুল ইসলাম রানা, হোসাইন শেখ প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতারা। নেতারা তাদের বক্তব্যে বলেন, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) গণমানুষের নেতা, গরীব দুঃখী ও অসহায় মানুষের বন্ধু কৃষিবিদ শামীম। বিগত সরকারের আমলে তিনি বারবার কারাবরণ করেছেন। তিনি সাম্প্রতিক সময় রামপাল ও মোংলার বিভিন্ন জনপদে অসহায় দুঃস্থ গরীবের পাশে দাঁড়িয়ে নানারকম সেবামূলক কার্যক্রমে নিয়মিত অংশ নিচ্ছেন। অসহায় গরীব দুঃখী মেহনতী মানুষদের কাপড় বিতরন, গরীব ছাত্র ছাত্রীদের অর্থ সহায়তা এবং গরীব কৃষকের ঘরে বিনামূল্যে ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার কার্যক্রম পরিচালনা করছেন। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় গরীবের চিকিৎসা সেবা প্রদান করছেন। তার এ জনকল্যাণমুখী কর্মকাণ্ডে একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে চ্যানেল২৪ টেলিভিশনের মাধ্যমে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। আমরা এহেন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই কাজে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।