সুখের খুঁজে
নূরুন্নাহার নূর
সুখের খুঁজে ছুটলে তুমি
সুখ পাবে না কভু,
সঠিক পথে চললে তুমি
সুখটা দিবেন প্রভু।
দুঃখ সুখের মালিক যিনি
থাকবে যাহার সাথে,
আলো দেখবে সব কিছুতেই
হোক না আঁধার রাতে।
কর্ম ফলেই সুখ মিলে ভাই
দু’দিন আগে পরে,
নিজে থেকেই ধরা দিবে
সুখটা তোমার ঘরে।
লোভের নেশায় ভুলের পথে
কভু নাহি যেও,
সময একদিন বিচার করবে
হিসেব তখন দিও।
দুঃখ সুখের লীলা খেলায়
মিলে জীবন চলে,
উনি যদি চাইবে আসুক
সুখটা তোমার দলে।