স্ট্যাফ রিপোর্টারঃ
যশোরের অভয়নগরে মহাকাল বিসিসি মোজাদ্দেদিয়া মহিলা দাখিল মাদ্রাসার সাবেক সভাপতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর রবিবার বিকাল ৩ টায় অভয়নগর রিপোর্টাস ক্লাবে এ সন্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নেসার শিকদারের ছেলে ভূক্তভোগী সামাদ শিকদার (৪৩) তার লিখিত বক্তব্যে বলেন, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত ডাঃ ছবোর উদ্দিনের ছেলে প্রতারক আলী হোসেন(৪৫)
২০২৩ সালের ২১ নভেম্বর সরকারী ডিপ টিউবওয়েলের বরাদ্দ বাবদ একাধিক ব্যক্তির নিকট হতে প্রায় ৩,০০০০০/-(তিন লক্ষ) টাকা গ্রহন করে অদ্যবধি কাজ করে নাই। সে সাবেক এমপি রণজিৎ কুমারের প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে বহু অপকর্ম করেছে। তার আরও অপকর্মগুলির মধ্যে ২০২৪ সালের ২৪ জানুয়ারী তার করা অঙ্গীকার নামায় দেখা যায়, তিনি মহাকাল বিসিসি মোজাদ্দেদিয়া মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি থাকা কালীন ২০২২ সালের বার্ষিক তাফসিরুল মাহফিলের খরচের উদ্বৃত ১৮ হাজার টাকা, ২০২৪ সালের অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের টিউশন ফিসের ১৫ হাজার টাকা এবং ২০২৪ সালে জানুয়ারী মাসের শিক্ষকদের বেতনের টাকা হতে ১ লক্ষ ১০ হাজার টাকা সর্বমোট ১ লক্ষ ৪৩ হাজার টাকা কর্জ স্বরুপ গ্রহন করে পরিশোধ করবেন বলে অঙ্গীকার করেন। পরবর্তীতে অঙ্গীকার ভঙ্গ করলে প্রতিষ্ঠানের পক্ষ হতে অভয়নগর থানায় নভেম্বর’২০২৪ এ অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ দায়ের করলে ওসি অভয়নগর তাৎক্ষনিক অভিযুক্তকে আটক করে থানায় এনে মাদ্রাসা কতৃপক্ষকে অবগত করে সকলের উপস্থিতিতে আগামী ১ দিনের ভেতর ৩ শত টাকার স্ট্যাম্পে লিখিত অঙ্গীকার নামা দিবেন যেখানে টাকা পরিশোধের সময়সীমা রাখা হয় ২ মাস। অভিযুক্ত সকলকে এই মর্মে নিশ্চিত করেন যে, তিনি যথাসময়ে টাকা পরিশোধ করবেন। কিন্তু পরবর্তীতে তিনি কোনরুপ স্ট্যাম্প প্রদান না করে অদ্যবধি টালবাহানায় সময় ক্ষেপন করছেন এবং অভিযোগকারীদেরকে হুমকি প্রদান, মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে হয়রানী করার চক্রান্তে লিপ্ত রয়েছেন।
অভিযুক্ত আলী হোসেন আদালতে চলমান একটি মামলা নিস্পত্তি করে দেওয়া বাবদ আমি ও আমার স্ত্রী’র নিকট হতে নগদ ৬০ হাজার টাকা কৌশলে গ্রহন করে অদ্যবধি তা নিস্পত্তি করেন নাই। ফলে, আমার নামে মিথ্যা মামলাটি আদালতে চলমান আছে।
বালিয়াডাঙ্গা গ্রাম সংলগ্ন রেলওয়ে জমির ডিসিআর কেটে মৃত খালেক মোল্যার পুত্র খোকন মোল্যা ১৪ কাঠা জমিতে ৪০ বৎসর যাবৎ ভোগ দখল করছেন। গত ১ বৎসর পূর্বে পরপর ৩ বার আলী হোসেন ভূক্তভোগী খোকনের জমি জোর পূর্বক দখল করার চেস্টা করলে স্থানীয় জনসাধারণের বাধার মুখে ব্যার্থ হয়।
একই গ্রামের মৃত আব্দুল কাদের মোল্যার পুত্র মোঃ মোশাররফ হোসেন(মাসুদ) আলী হোসেনের নিকট থেতে ৫ শতক জমির ক্রয় বাবদ নগদে ২ লক্ষ ৩০ হাজার টাকা তাকে প্রদান করে স্বাক্ষীগণের সন্মুখে বিক্রয় বায়না চুক্তিপত্র করেন। পরবর্তীতে আলী হোসেন জমি মোশারেফ হোসেনকে লিখে না দিয়ে গৃহীত অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে ভূক্তভোগীর নামে আদালতে মামলা করার হুমকী দেন। এছাড়া অভয়নগর থানার বিভিন্ন স্থানে শালিশ বিচার করার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করলেও এমপি’র নাম ভাঙ্গিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করার কারণে তারা অভিযোগ করেও কেউ কোন বিচার পায়নি। বর্তমানে তিনি গাঢাকা দিয়ে আছেন। আমরা বালিয়াডাঙ্গাবাসীসহ প্রতারিত সকল ভূক্তভোগী ব্যক্তিরা ক্ষতিপূরণসহ ন্যায্য বিচার চাই।