মোছাঃ নিছপা আক্তার, বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবলে ১০ টাকা টমটম ভাড়া নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার ৮ ডিসেম্বর সকাল ১০ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মৌচাক নামক স্থানে।
জানা যায়, বাহুবল উপজেলার ভেড়াখাল গ্রামের এক যুবকের সাথে টমটম ভাড়া নিয়ে সাতপাড়িয়া গ্রামের এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে স্থানীয় কবিরপুর গ্রামের সাথে সাতপাড়িয়া গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৫ ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। ঘটনার কিছুক্ষণ পর থেকেই বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সেনাবাহিনীর একটি চৌকস টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলে যানচলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।