বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেট জাল ও চিংড়ি পোনা জব্দ করেছে। উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার শিবসা নদীতে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন নৌ ফাঁড়ি পুলিশের এসআই শরীফ আল মামুন ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার। অভিযানে বিপুল পরিমাণ নেট জাল এবং প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা এক লক্ষ চিংড়ি পোনা (পোস্ট লার্ভা) জব্দ করে। পরে জব্দকৃত নেট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং চিংড়ি পোনা নদীতে অবমুক্ত করা হয়।