অভয়নগর উপজেলা প্রতিনিধিঃ
যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় যশোরের অভয়নগরে পালিত হয়েছে ৫৩ তম মহান বিজয় দিবস। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান ও বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৭.৩০ টায় অভয়নগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নওয়াপাড়া রেল ষ্টেশনে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও জয়দেব চক্রবর্তী, নওয়াপাড়া পৌরসভা, অভয়নগর থানা পুলিশ, নওয়াপাড়া হাইওয়ে পুলিশ, আনসার – ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, নওয়াপাড়া পৌর ও নওয়াপাড়া কলেজ ছাত্রদল, অভয়নগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন সরকারি- বেসরকারি স্কুল ও কলেজ, নওয়াপাড়া প্রেসক্লাব, অভয়নগর রিপোর্টাস ক্লাব ও অভয়নগর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ । শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের ১ম পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।
এরপর নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।