কবিতা
হোক নির্বাপিত
রশিদ আহমদ
বিবিধ আসনে বসিয়া
চক্ষু মুদিয়া সকল আসক্তি ত্যাগিয়া
সৃষ্টি রহস্য ভেদিয়া সকল স্তর ভ্রমিয়া,
খোঁজি যারে তপে
মহামন্ত্র জপে সকাল কিম্বা সাঁঝে
সেতো বিরাজে মোর হৃদ ভূবন জুড়িয়া।
মহাচক্রবালে পরিভ্রমণ কালে
পড়ি ইন্দ্রজালে মজি মোহনীয় তালে
দেখি আলোক স্বপন খোঁজি অমৃত সোপান,
যোজনের পর যোজন
ভ্রমিয়া বিবিধ উপকরণ করিয়া দরশন
সে সোপান দানের আভায় করে বিরাজন।
দমের অবিরাম তালে
এই বাহন হাওয়ার ইন্দনে চলে
মহা অস্থির গতি নাই কোন বিরতি,
নিঃশ্বাস বাঁচে আমাতে
বায়ুর খেলায় আমি বাঁচি কাহাতে
এক বিষাক্ত নিঃশ্বাসেই হয় জীবনের ইতিবৃত্তি।
একাধিক লুক ভূমি
ভ্রমিতে ভ্রমিতে প্রায় ক্লান্ত আমি
ভুলে যাই পথ পাল্টে যায় রথ,
ছুটেছি মহাকালের মহাকর্ষণে
মহা সৃষ্টির চলমান বিচিত্র বিকর্ষণে
হোক নির্বাপিত জীবনের ধাবমান এই গতিপথ।