1. admin@dailypollyerkagoj.com : admin :
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাঞ্চন পৌরসভায় অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরন কুলিয়ারচরে হামলায় আহত স্বেচ্ছাসেবক দলের নেতাকে দেখতে হাসপাতালে বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলম কালীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে বিএনপির কম্বল বিতরণ ফসলী জমি থেকে মাটি কাটার অপরাধে আর্থিক জরিমানা ১ লক্ষ ৯৫ হাজার টাকা ন্যায়ের পথে সংগঠনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন শাহমুখদুম থানা বিএনপি: আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব নাসিম খান বাগমারায় পুকুরে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের নিয়ে “তারুন্য উৎসব ২০২৫ ” পালন করলো কাশীপুর ইউনিয়ন পরিষদ বাহুবলে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার মামলা করতে মাতব্বরদের চাপ কুলিয়ারচরে ভূমিদস্যুদের হাত থেকে ৬৫ বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠ পুনরুদ্ধারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

হয় চাঁদাবাজি বন্ধ করেন, নয়তো ট্যাক্স নেওয়া বন্ধ করেন, দুটি একসাথে চলতে পারে না প্রতিবাদ সমাবেশে (জেবিডি)

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৪০ বার পঠিত

সেলিম খান ঢাকা প্রতিনিধি :

‘সন্ত্রাস,চাঁদাবাজ ও মব জাস্টিস’ প্রতিরোধে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে জাগ্রত বাংলাদেশ (জেবিডি) বক্তারা এসব কথা বরৈন

সমাবেশে সভাপতিত্ব করেন জাগ্রত বাংলাদেশের সভাপতি আজমুল জিহাদ। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মামুন।উক্ত সমাবেশে জাগ্রত বাংলাদেশ (জেবিডি) এর সভাপতি আজমুল জিহাদ বলেন: ৭১ ও ২৪ কে হৃদয়ে ধারণ করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি। তাই অকাতরে জীবন উৎসর্গ করেছি বৈষম্যহীন বাংলাদেশ, ১০০% মানুষের সমান মর্যাদা ও ন্যায্য সুবিধার বাংলাদেশ তৈরির স্বপ্ন নিয়ে। যেখানে শোষণ নিপীড়ন চাঁদাবাজি মব থাকবে না। শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মান হবে। কিন্তু আমরা দেখছি তার সম্পূর্ণ উল্টো চিত্র। আমি বলতে চাই: হয় চাঁদাবাজি বন্ধ করেন, নয়তো ট্যাক্স নেওয়া বন্ধ করেন। ট্যাক্সও নিবেন, চাঁদাও নিবেন, দুটি একসাথে চলতে পারে না।

হয় সন্ত্রাসী মব বন্ধ করেন, নয়তো আদালত বন্ধ করেন। মব ও আদালত একসাথে চলতে পারে না।
সরকারি অফিসগুলোতে হয় ঘুষ বন্ধ করেন, নয়তো বেতন দেওয়া বন্ধ করেন। কারন ঘুষও নিবেন, বেতনও নিবেন, দু’টো একসাথে চলতে পারে না।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন ভূইয়া, বলেন দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকে এই পর্যায়ে উপনিত হয়েছি। ২৪ গনঅভ্যুত্থান আমাদের ইতিহাসের পাঠ পরিক্রমায় নতুন মাত্রা যোগ করেছে। আমরা ২৪ গনঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো।গনঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে যে প্রতিবন্ধকতা সামনে এসেছে সেগুলো হলো সন্ত্রাস, চাঁদাবাজ ও মবের মত ঘৃণ্য কাজ।এই ঘৃণ্য কাজ নির্মুলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

জাগ্রত বাংলাদেশ (জেবিডি) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড, মহিউদ্দিন মামুন বলেন,
আমরা আশা করেছিলাম বিপ্লবের পরে চাঁদাবাজ, সন্ত্রাস ও মব মুক্ত একটি সম্প্রীতির বাংলাদেশ দেখব।কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি একটি দূর্বল ও পকেট সরকার, চাঁদাবাজ, সন্ত্রাস ও মবের বাংলাদেশ।

জাগ্রত নারী বাংলাদেশ এর আহ্বায়ক শেখ মহসিনা বুশরা বলেন, আজকে যারা মাঠে ময়দানে, ফুটপাতে, বাস স্টপে লঞ্চঘাটে প্রকাশ্য চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন, নতুন বাংলাদেশের জনগণ আপনাদের আসন্য ভোট যুদ্ধে পরাজিত করবে।আর যারা অপরাধ সংগঠনের সময় প্রতিরোধ না করে ভিডিও করেন তারাও সমানভাবে অপরাধী।

একপর্যায়ে বক্তব্য রাখেন জাগ্রত শিক্ষার্থী বাংলাদেশের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইসমাইল হোসেন বিজয়, তিনি বলেন ২৪ এর আন্দোলনে নিহত ছেলেটি সুন্দর বাংলাদেশের জন্য। সেখানে আমরা আজ বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। জাগ্রত শিক্ষার্থী বাংলাদেশের সদস্য সচিব জাওয়াদ সাবিত এই চাঁদাবাজির সংস্কৃতিকে ‘নৈরাজ্যের রাজনীতি’ বলে অভিহিত করেন। জাগ্রত শিক্ষার্থী বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য স্বাধীন খান বলেন। “যতক্ষণ রাজনীতিকে পেশা হিসেবে গ্রহণের প্রবণতা থাকবে এই চাঁদাবাজি ও সন্ত্রাসকে প্রতিহত করা যাবে না।”

এ সময় জাগ্রত বাংলাদেশ এর আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মব জাস্টিস প্রতিহতে সংহতি জানান জুলাই বিপ্লব পরিষদের সদস্য সচিব মোদাচ্ছের তানভীর এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিব হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন জাগ্রত বাংলাদেশ এর দপ্তর সম্পাদক, আমিনুল ইসলাম পাপন, জাগ্রত বাংলাদেশ এর কেন্দ্রীয় আইন সম্পাদক এডভোকেট এবিএম জোবায়েরসহ আরও অনেকে।

এই ক্যাটাগরির আরো সংবাদ