হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
বাহুবলে জনতা ব্যাংকে বিদায়-বরণ ও বার্ষিক হিসাব সমাপনী উপলক্ষ্যে সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় বাহুবল সদরস্থ ব্যাংক শাখায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জনতা ব্যাংক হবিগঞ্জ এরিয়া অফিসের সহকারী মহা-ব্যবস্থাপক জহিরউদ্দিন মোঃ বাবর। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ আনোয়ার আল রশিদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক শৈলেন্দ্র শর্ম্মা, বাহুবল উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ইমাম উদ্দিন সরকার, বিদায়ী শাখা ব্যবস্থাপক জীবেশ চন্দ্র দাশ, নবাগত শাখা ব্যবস্থাপক হোসাইন আহমেদ। অফিসার মাহমুদুল হক আজিম-এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জনতা ব্যাংক হবিগঞ্জ এরিয়া অফিসের প্রিন্সিপাল অফিসার ও বাহুবল শাখার সাবেক ব্যবস্থাপক মকছুদ আলী, শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন, সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম মনি, বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক পংকজ কান্তি গোপ, বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি হাফিজুর রহমান, বাহুবল মডেল প্রেস ক্লাব সহ-সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ প্রমুখ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক হবিগঞ্জ এরিয়া অফিসের প্রিন্সিপাল অফিসার সখীচরণ দাশ, হবিগঞ্জ কর্পোরেট শাখার সিনিয়র অফিসার মোঃ মজিদ উদ্দিন, নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক গঙ্গেশ চন্দ্র দাস, নোয়াপড়া শাখা ব্যবস্থাপক রকু নাথ রায়, গোপলার বাজার শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল কুদ্দুছ, বিসি হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক শাহজাহান তালুকদার, শিক্ষক আব্দুল হক, ব্যবসায়ী মোঃ লাল মিয়া ও ব্যবসায়ী ছাদিকুর রহমান তালুকদার প্রমুখ। সভার শুরু পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হোসাইন আহমেদ। গীতা পাঠ করেন অক্ষয় কুমার তরফদার। সভায় জনতা ব্যাংক বাহুবল শাখার সকল কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের একাংশ উপস্থিত ছিলেন।