যশোর অফিসঃ
বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার মূল নকশাকার, বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাশ মৃত্যুতে শোক ও বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন দৈনিক পল্লীর কাগজের খুলনা পাইকগাছা প্রতিনিধি দীনেশ চন্দ্র রায়।
শিবনারায়ণ একজন ছাত্রনেতা ছিলেন। ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ১১৬ নং কক্ষে রাত এগারটার পর পুরো পতাকার নকশা সম্পন্ন করেন। এ পতাকাই পরবর্তীতে ১৯৭১-এর ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলিত হয়।