1. admin@dailypollyerkagoj.com : admin :
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আঞ্জুমানে আল ইসলাহর জগন্নাথপুর পৌর শাখা ২০২৪ এর কাউন্সিল সম্পন্ন চিতলমারীতে ডাক্তার শর্মী রায় যোগদানের আগেই মিটিং-মিছিল ও মানবন্ধন বাস গাড়ি হারিয়ে দিশেহারা সেনা সদস্য নজরুল ইসলাম রাজশাহীতে সরকারি জায়গা দখল করে বিএনপি নেতাদের অবৈধ স্থাপনা নির্মাণ ধনবাড়ীতে হোটেল -রেস্তোরাঁ ও মিষ্টির দোকান শ্রমিক ইউনিয়নের কমিটি পুনর্গঠন  রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সমাবেশ শিক্ষার্থীর প্রতি শ্লীলতাহানির অভিযোগেপ্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি কালীগঞ্জ উপজেলা  বিএনপির নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় কালিগঞ্জে প্যানেল চেয়ারম্যান অপসারণের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  রামপালে ছাত্রদলের লিফলেট বিতরণ

মোহনপুরে সুধীজনদের সাথে রাজশাহীর নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় 

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৬ বার পঠিত

আবুল হাশেম, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর মোহনপুরে সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১২ টা ১৫ মিনিটে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানার সার্বিক সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয় এবং গত আগষ্টে নিহত শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর মোহনপুরের সুধীজনদের জেলা প্রশাসক মহোদয় এর নিকট মোহনপুর উপজেলার বিভিন্ন বিষয় ও দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করতে সুযোগ দেওয়া হয়। এসময় মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম মুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বকুল, মোহনপুর গার্লস ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাবেক ইউপি চেয়ারম্যান কাজেম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলার আমীর তানোর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলার নায়েবে আমীর সাঁকোয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, মোহনপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী রাজশাহী কলেজের শিক্ষার্থী সোহেল, ঢাকা শহিদ তিতুমীর কলেজের ইতিহাস বিভাগের ছাত্র ফজলে রাব্বি, গণমাধ্যম কর্মীগণসহ আরো অনেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নানা অনিয়ম-দুর্নীতি, শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে নানান বৈষম্য, রাজনৈতিক প্রেক্ষাপট, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন বিষয়ে পরামর্শমূলক দাবি-দাওয়াসহ আগামী দিনে মোহনপুরের সার্বিক উন্নয়ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শেষে সমাপনী বক্তব্য প্রদান করেন রাজশাহীর নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী এবং অংশগ্রহণকারী ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যম কর্মীগণসহ উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য বলেন। পাশাপাশি তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, আগামী দিনে রাজশাহীতে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নে জনগণকে সাথে নিয়ে কাজ করতে চান।

২৫৪ বছরের মধ্যে প্রথমবারের মতো রাজশাহী জেলায় গত রোববার (৩ নভেম্বর) সকালে রাজশাহীর ১২৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন আফিয়া আখতার। এর আগে তিনি ২০২১ সালের ডিসেম্বর থেকে চট্টগ্রাম বিভাগের জোনাল সেটেলমেন্ট অফিসারের দায়িত্ব পালন করেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ