রামপাল( বাগেরহাট) প্রতিনিধি:
‘স্বামী-স্ত্রী মিলে কাজ করি, সুখী সবল পরিবার গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের
রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র রামপাল এরিয়া প্রোগ্রাম’র আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে মিলিত হয়।
র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান, ওয়ার্ল্ড ভিশনের ঈশিতা বৈরাগী, শিউলী কস্তা, পল্টন বিশ্বাস, এলিস মন্ডল প্রমুখ। এছাড়া ভিডিসি, শিশু ফোরাম, যুব ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ ও বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি সুন্দর সমাজ গঠন করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে। নারীদেরকে সরকারি বেসরকারী সব জায়গায় সমান অধিকার দিতে হবে। কোথাও বৈষম্য দেখলে সবাই একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে।