দীর্ঘ ১৩ বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।
মোঃ শাহাদাত হোসেন, মহানগর (রাজশাহী জেলা)
১৩ বছর পর রাজশাহীতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। রাজশাহী এ এইচ এম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল এর মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশের ক্রিকেট যুবকরা দুইটি দলের মধ্যে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১১ মে থেকে শহীদ এ এইচ এম কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম মাঠে এই ম্যাচ গুলো করাবে। তাই সব ধরনের প্রস্তুতির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন পর হলেও রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচ হতে যাওয়াই রাজশাহী ক্রিকেট প্রেমিকদের মাঝে এক ধরনের উৎসাহ কাজ করছে। তারা বলছেন, এই ধরনের ম্যাচগুলো হলে স্থানীয়রা উজ্জীবিত হবে। জানা গেছে এ এইচ এম শহীদ কামরুজ্জামান বিভাগের স্টুডিয়াম উত্তরাঞ্চলের এক বড় ক্রিকেট ভ্যালু। কিন্তু উন্নত মানের অবস্থা ব্যবস্থা গড়েও না উঠায় দীর্ঘদিন ধরে গড়াই নি আন্তর্জাতিক কোন ক্রিকেট ম্যাচ। তবে যোগাযোগ আবাসন ব্যবস্থা উন্নত হওয়ায় জাতীয় চার নেতার উন্নত মনের এ এইচ এম শহিদ কামরুজ্জামান নামকরণে এই বিভাগীও স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট মাঠ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , ঈদের পরে আগামী ২৫ এপ্রিল চট্টগ্রাম মাঠে আসবে পাকিস্তানি ক্রিকেট দল। এ সফরে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ একটি আনঅফিসিয়ালি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০০৪ সালে অনুষ্ঠিত হয় শহীদ এ এইচ এম কামরুজ্জামান বিভাগের স্টেডিয়াম।